ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুরের ভাবনায় শনিবারের ম্যাচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
রংপুরের ভাবনায় শনিবারের ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রথম ছয় ম্যাচের পাঁচটি জিতে এবারের বিপিএলে দুর্দান্ত দাপট দেখাচ্ছিল রংপুর রাইডার্স। মনে হচ্ছিলো, সবার আগে শেষ চার হয়তো তারাই নিশ্চিত করবে। কিন্তু শেষ চার ম্যাচে টানা হারে শেষ চারে উঠা নিয়ে শঙ্কায় দলটি।

মিরপুর থেকে: প্রথম ছয় ম্যাচের পাঁচটি জিতে এবারের বিপিএলে দুর্দান্ত দাপট দেখাচ্ছিল রংপুর রাইডার্স। মনে হচ্ছিলো, সবার আগে শেষ চার হয়তো তারাই নিশ্চিত করবে।

কিন্তু শেষ চার ম্যাচে টানা হারে শেষ চারে উঠা নিয়ে শঙ্কায় দলটি।

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রংপুর। শেষ দুই ম্যাচে জয় পেলে প্লে-অফ নিশ্চিত হবে দলটির। দুটির মধ্যে একটিতে জয় পেলে আর রান রেট ভালো থাকলে তাতেও সম্ভাবনা থাকবে দলটির।

শনিবার (০৩ ডিসেম্বর) তাদের প্রতিপক্ষ চিটাগং ভাইকিস। আর শেষ ম্যাচের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুরের ভাবনায় এখন শুধুই তামিম-গেইলদের চিটাগং। শেষ চারে যেতে হলে এ ম্যাচটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন রংপুরের অলরাউন্ডার জিয়াউর রহমান।

শুক্রবার (০২ ডিসেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে জিয়া বলেন, ‘কালকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচটাকেই আমরা ফোকাস করছি। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ম্যাচটা আমরা জিততে চাই। এরপর ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। ’

টানা চার ম্যাচে হারের ব্যর্থতা নিয়ে জিয়া জানান, ‘কোচের দেওয়া পরিকল্পনা আমরা শেষ ম্যাচগুলোতে বাস্তবায়ন করতে পারিনি। এজন্যই হেরেছি। শেষ দুই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে পরিকল্পনা অনুযায়ী খেলা ও জয় নিয়ে শেষ চার নিশ্চিত করা। ’ 

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।