ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মুম্বাইতে নামার আগে দুবাইয়ে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
মুম্বাইতে নামার আগে দুবাইয়ে ইংলিশরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের লম্বা সফর শেষেই ভারতে উড়াল দিয়েছিল সফরকারী দল ইংল্যান্ড। সেখানে ইতোমধ্যে তিনটি টেস্ট ম্যাচও খেলেছে ইংলিশরা। চতুর্থ টেস্টে মাঠে নামার আগে দলের ক্রিকেটারদের অবকাশ যাপনে দুবাইতে পাঠানো হয়েছে।

ঢাকা: বাংলাদেশের লম্বা সফর শেষেই ভারতে উড়াল দিয়েছিল সফরকারী দল ইংল্যান্ড। সেখানে ইতোমধ্যে তিনটি টেস্ট ম্যাচও খেলেছে ইংলিশরা।

চতুর্থ টেস্টে মাঠে নামার আগে দলের ক্রিকেটারদের অবকাশ যাপনে দুবাইতে পাঠানো হয়েছে।

একটানা ক্রিকেটের মধ্যে থেকে হাঁপিয়ে ওঠা ইংলিশ ক্রিকেটারদের মুম্বাইতে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচের আগে বিশ্রামের সুযোগ করে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ৫ দিনের ছুটিতে তাদের দুবাইতে পাঠানো হয়েছে। সেখানে ক্রিকেটাররা ইচ্ছে করলে তাদের পরিবারের সঙ্গে থাকতে পারবে বলেও জানায় দেশটির ক্রিকেট বোর্ড।

প্রথম তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি সফরকারী ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে আর নিজেদের মনোযোগ ধরে রাখতেই ইংলিশ বোর্ডের এই সিদ্ধান্ত।

দলের অধিনায়ক অ্যালিস্টার কুক ইংলিশ বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের জন্য এই বিশ্রামটি দরকার ছিল। আমরা অনেকদিন ধরেই খেলার মধ্যে আছি। এই বিরতি আমাদের পরের দুটি ম্যাচ ভালো খেলতে সাহায্য করবে। আমরা আরও ভালোভাবে নিজেদের মনোযোগ ধরে রেখে খেলতে পারবো। ’

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলে ভারতে যায় ইংল্যান্ড। ফলে, ছয় সপ্তাহের মধ্যে তাদের খেলতে হয়েছে পাঁচটি ম্যাচ। আগামী ০৮ ডিসেম্বর মুম্বাইতে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট খেলতে নামবে অ্যালিস্টার কুক বাহিনী।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।