ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

ক্রিকেট

ঐতিহাসিক ম্যাচে ভারতের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
ঐতিহাসিক ম্যাচে ভারতের সহজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ১-০তে লিড নিয়েছে মহেন্দ্র সিং ধোনির ভারত।

এটি ছিল ভারতের ক্রিকেট ইতিহাসে ৯০০তম ওয়ানডে। নিউজিল্যান্ডের ৭০৪তম।  বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বেোচ্চ ৮৮৮ ওয়ানডে খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর পরেই ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (৮৬৬)।

ধর্মশালায় দলীয় ৬৫ রানের মাথায় টপঅর্ডারের সাত ব্যাটসম্যান ফিরে গেলেও ৪৩.৫ ওভার ব্যাট করে কিউইরা ১৯০ রান তোলে। জবাবে, বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ৩৩.১ ওভার ব্যাট করে জয় তুলে নেয় ভারত।

আগে ব্যাট করা কিউই ওপেনার টম লাথাম ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেন। ৯৮ বলে সাতটি চার আর একটি ছক্কায় ৭৯ রান করে অপরাজিত থাকেন তিনি। আরেক ওপেনার মার্টিন গাপটিল করেন ১২ রান।

এছাড়া, টপঅর্ডার-মিডলঅর্ডারের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মাঝেই ছিলেন। রস টেলর, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার ব্যাট হাতে ব্যর্থ হন। ব্রাসওয়েলের ব্যাট থেকে আসে ১৫ রান।

তবে, শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করেন লাথাম। টিম সাউদির সঙ্গে ৭১ আর ব্রাসওয়েলের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন তিনি। টিম সাউদি ৫৫ রান করে ৪৫ বল মোকাবেলা করে। তার ইনিংসে ছিল ৬টি চার আর তিনটি ছক্কার মার।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হারদিক পান্ডে এবং অমিত মিশ্র। দুটি করে উইকেট পান কেদার যাদভ এবং উমেশ যাদভ।

১৯১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৯ রানের মাথায় বিদায় নেন ভারতের ওপেনার রোহিত শর্মা (১৪)। আরেক ওপেনার আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৩৩ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ভারতের বর্তমান সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি করেন অপরাজিত ৮৫ রান। তার দুর্দান্ত এই ইনিংসটি ছিল ৮১ বল মোকাবেলায় ৯টি চার আর একটি ছক্কায় সাজানো।

মনিষ পান্ডে ১৭ আর মহেন্দ্র সিং ধোনি ২১ রান করে সাজঘরে ফেরেন। ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কেদার যাদভ।

১০১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।