ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

ক্রিকেট

রোদে নাকাল ইংলিশরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
রোদে নাকাল ইংলিশরা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: মাথার উপর কড়া রোদের উত্তাপ। এই রোদে এক প্রকার নাকাল অবস্থা ইংল্যান্ড ক্রিকেটারদের।

রোববার থেকে এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে শুরু হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রোদের কারণে মাঠে টিকতে না পেরে ইংলিশ দলের প্রায় সব ক্রিকেটারদের দেখা গেছে ঘুরে ফিরে মাঠের বাইরে বিরতিতে যেতে।

ইংল্যান্ডের আবহাওয়া বর্তমানে ঠান্ডা। এদেশের আবহাওয়া তার একদম বিপরীতে। তাই সফরের শুরু থেকে গরমকেও অন্যতম প্রতিপক্ষ হিসেবে বলে আসছিলেন ইংলিশ ক্রিকেটাররা।

রোববার থেকে শুরু হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের ৪৫ ওভার পর্যন্ত মাঠে পর্যবেক্ষণ করে দেখা গেছে অধিনায়ক জো রুট, ওপেনিং ব্যাটসম্যান হাসিব হামিদ আর মিডল মর্ডার ব্যাটসম্যান গ্যারি ব্যালেন্স ছাড়া অন্য সবাইকেই বিরতি নিতে ঘুরে ফিরে মাঠের বাইরে যেতে দেখা গেছে। স্টুয়ার্ড ব্রড মাঠের বাইরে গেলেন তো, মাঠে ঢুকলেন মঈন আলী, স্টিভেন ফিন বের হয়ে গেলেন তো মাঠে ঢুকলেন জেক বল।

এমনকি ৪০ ওভার পর মাঠের বাইরে চলে গেলেন উইকেটকিপার জনি বেয়ারস্টো। তার বদলে নামলেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া জস বাটলার।

অধিক গরমের কারণে এভাবেই ঘুরে ফিরে কিছুক্ষণ পর পর মাঠের বাইরে বিরতিতে যেতে দেখা গেছে ইংল্যান্ড দলের ক্রিকেটারদের।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।