ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

ক্রিকেট

২৫ দিনের ঈদ ছুটিতে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
২৫ দিনের ঈদ ছুটিতে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ২২ এপ্রিল থেকে শুরু হয়ে দীর্ঘ দুই মাস পর গত ২২ জুন শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। আর এরই সঙ্গে আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে ২৫ দিনের ছুটি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকা সমস্ত ক্রিকেটাররা।

আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে কোন সূচি নেই বাংলাদেশের। এছাড়া ঘরোয়া কোন টুর্নামেন্টও নেই। সুতরাং গত বছরের মতো এবার ঈদে ব্যস্ত সময় কাটাতে হবে না টাইগারদের। গতবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থাকায় ক্রিকেট ক্যাম্পেই থাকতে হয়েছিলো দলের বেশিরভাগ ক্রিকেটারকে।

আগামী ১৭ জুলাই অনুশীলনে আবারও ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে দুই দিন পরই কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে টাইগারদের। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

নান্নু জানান, ‘আমরা এখনও জানিনা কন্ডিশনিং ক্যাম্প কবে শুরু হচ্ছে। তবে ২০ জুলাই আমরা সম্ভাব্য সময় দিয়েছি। ’

এদিকে ঈদের পর পরই হয়তো অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে ঘিরে প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে। সেই প্রাথমিক দলই কন্ডিশনিং দলে যোগ দেওয়া কথা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৫ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।