ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের সিওও হলেন জয়ারত্নে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ১২, ২০১৬
লঙ্কানদের সিওও হলেন জয়ারত্নে জেরম জয়ারত্নে-ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কান ক্রিকেটের চীফ ওপারেটিং অফিসার (সিওও) পদে নিয়োগ পেলেন সাবেক ফাস্ট বোলিং অলরাউন্ডার জেরম জয়ারত্নে। শনিবার (১১ জুন) লঙ্কান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এমনটি জানানো হয়।

খুব শিগগিরি জয়ারত্নে তার পদে কাজ শুরু করবেন।

 

লঙ্কান ক্রিকেটে বেশ অনেক বছর ধরে কাজ করছেন জয়ারত্নে। দলের কোচ থেকে শুরু করে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন তিনি। সর্বপ্রথম ২০০০ সালে বোর্ডের হেড কোচিং পদে যোগ দিয়েছিলেন। আর ২০১৫ সালে মারভান আতাপাতুর সরে যাওয়া পর অন্তবর্তীকলীন কোচ ছিলেন তিনি। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলো শ্রীলঙ্কা।

জয়ারত্নে লঙ্কান জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে দেশটির অনূর্ধ্ব-১৯ ও ২৩ দলের হয়ে খেলেছেন। এছাড়া অলরাউন্ডার এ ক্রিকেটার দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেট ও লিস্ট ‘এ’ ক্রিকেট খেলেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১২ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।