ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন শামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
ইনজুরিতে ছিটকে গেলেন শামি ছবি: সংগৃহীত

ঢাকা: হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল থেকে বাদ পড়লেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। এমনটি নিশ্চিত করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম।

শামির পরিবর্তে ১০ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন ভুবনেশ্বর কুমার।

২০১৫ বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলে ইনজুরির কারণে আর খেলতে পারেননি শামি। তবে সম্প্রতি সুস্থ্য হয়ে ওঠায় তাকে অজিদের বিপক্ষে খেলানোর ব্যাপারে আশাবাদী হয় টিম ইন্ডিয়া। কিন্তু আবারও ‘গ্রেট টু’ হ্যামিস্ট্রিং ইনজুরি তাকে দল থেকে ছিটকে দিল। যার ফলে ওয়ের্স্টান অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টি-টোয়েন্টির প্রস্তুতিমূলক ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি।

অজি সফরে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। পার্থে আগামী ১২ জানুয়ারি দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।