ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

যুব বিশ্বকাপ ঘিরে ক্রিকেট অস্ট্রেলিয়ার সতর্কতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
যুব বিশ্বকাপ ঘিরে ক্রিকেট অস্ট্রেলিয়ার সতর্কতা

ঢাকা: গত অক্টোবরেই নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে ঢাকায় নিরাপত্তা বিষয়ক বৈঠকে আইসিসি অফিসিয়ালদের সঙ্গে থাকবেন সিএ’র নিরাপত্তা কর্মাকর্তারা।



ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে। সূত্রমতে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আইসিসি ও সিএ’র সিকিউরিটি অফিসিয়ালদের সমন্বয়ে ঢাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক হবে। অবশ্য, টুর্নামেন্টে অজি যুবাদের অংশগ্রহণ নিয়ে এখনো সরাসরি কোনো উদ্বেগ জানায়নি সিএ।

তবে বাংলাদেশের বিপক্ষে অজি দলের সিরিজ বাতিলের পর সিএ’র নিরাপত্তা কর্মকর্তাদের আসন্ন ঢাকা সফর একটি সতর্কতামূলক পদক্ষেপ!

প্রসঙ্গত, আগামী বছরের ২৭ জানুয়ারি যুবাদের বিশ্বকাপের ১১তম আসরের পর্দা উঠবে। এর আগে আইসিসি বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয়। যেখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে  ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএম/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।