ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তরুণ রনিতে মুগ্ধ প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
তরুণ রনিতে মুগ্ধ প্রধান নির্বাচক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন আবু হায়দার রনি। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা এ পেসার পুরো টুর্নামেন্টে নজর কেড়েছেন সবার।

বিশেষ করে তার খেলায় মুগ্ধ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

কুমিল্লার হয়ে আসরে ১২টি ম্যাচ খেলেছেন বাঁহাতি ফাস্ট বোলার রনি। আর দুর্দান্ত পারফরম্যান্স করে হয়েছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি (২১)। ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কেভিন কুপার।

এদিকে ১৯ বছর বয়সী রনিকে নিয়ে আশাবাদী ফারুক বলেন, ‘রনি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো করেছিল। সেখানে তার বেশ কয়েকটি ভালো পারফর্ম রয়েছে। আমরা তার দিকে ইতোমধ্যে চোখ রেখেছি। আর বিপিএলে সে ছিলো দুর্দান্ত। তার পারফরম্যান্সের ধারাবাহিকতায় আমি মুগ্ধ। ’

ফারুক আরও যোগ করেন, ‘সে বাজে পরিস্থিতিতেও বল করে সফলতা পেয়েছে। তার ভেতর ও বাহিরের কার্টারগুলোও ছিল অসাধারণ। সামনে আমাদের একটি ক্যাম্প রয়েছে, সেখানে আমরা রনিকে আরও সময় দিতে চাই। ’

এদিকে বিপিএলের এবারের আসরে খারাপ সময় কেটেছিল জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার, লিটন দাশ ও এনামুল হকদের। তবে এমন পারফরম্যান্সে হতাশ নন ফারুক। তার মতে, ‘প্রত্যেক ক্রিকেটারের বাজে সময় যায়। আর তাদের ফর্ম ফেরানোর জন্য আমাদের আরও সমর্থন দিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।