ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে ঘুরে দাঁড়াবে টাইগাররা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
ফিল্ডিংয়ে ঘুরে দাঁড়াবে টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের বাজে ফিল্ডিং এখন অতীত। লংকানদের বিপক্ষে যে বাজে ফিল্ডিং করেছে টাইগাররা, আর কোনও ওয়ানডে ম্যাচে এমন বাজে ফিল্ডিং করেছে কিনা, তা পরিসংখ্যান ঘেঁটে দেখতে হবে।



সামনের ম্যাচগুলোতে যেন একই রকম ভুল ‍না হয় সেদিকেই দৃষ্টি রাখতে চাচ্ছেন টাইগারদের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। তার মতে, বড় ম্যাচগুলোতে ফিল্ডিং করার সময়টা উপভোগ করা উচিৎ।

রিচার্ড ইংল্যান্ডের ফিল্ডিং কোচ ছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের উচিৎ সিনিয়রদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া। এটিই তাদেরকে স্বাভাবিক ফিল্ডিং করতে সাহায্য করবে। ফিল্ডিং করার সময় চাপমুক্ত থাকাটাই মূল ব্যাপার। ’

তিনি আরও বলেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সবাই খুব ভালো ফিল্ডিং করেছে। শ্রীলংকার বিপক্ষে যারা খারাপ করেছে তারা নিজেরাও খুব হতাশ। আনামুল হক বিজয় একজন ভালো ফিল্ডার হয়েও একটি ক্যাচ মিস করেছে। ঐ দিনটিই হয়তো তার পক্ষে ছিল না। ’

মেলবোর্নের হতাশা কাটিয়ে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে মাশরাফি-সাকিবরা স্বরুপে ফিরবে বলে নিজের আশাবাদ ব্যক্ত করেন রিচার্ড। তিনি জানান, সামনের ম্যাচ নিয়ে দলের ক্রিকেটাররা খুবই রোমাঞ্চিত। সবাই ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে আছে।

উল্লেখ্য, ৫ মার্চ বাংলাদেশ সময় ভোর চারটায় বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘন্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।