ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে থিরিমান্নের প্রথম সেঞ্চুরি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বিশ্বকাপে থিরিমান্নের প্রথম সেঞ্চুরি ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের বিশ্বকাপে লাহিরু থিরিমান্নে প্রথম সেঞ্চুরি করেছেন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

১১৭ বলে তিনি এই শতকটি হাঁকালেন।

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে রোববার (০১ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি এ সেঞ্চুরি করেন। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংসও বটে।

২০১০ সালে ওয়ানডেতে অভিষিক্ত লাহিরু থিরিমান্নে এ পর্যন্ত ৯০টি ম্যাচ খেলে প্রায় ৩২ গড়ে করেছেন ১ হাজার ৯শ' ৬৮ রান। ঝুলিতে আজকেরটিসহ চারটি শতক ও ১২টি অর্ধশতক রয়েছে ২৫ বছর বয়সী এই লংকান ক্রিকেটারের।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।