ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলীয় দেড়শ রান পার করল ইংলিশরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
দলীয় দেড়শ রান পার করল ইংলিশরা জো রুট

ঢাকা: জো রুট ও এউইন মরগানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় দেড়শ রান পার করেছে ইংল্যান্ড। দলীয় ১০১ রানের মাথায় ৪৯ রান করে সুরাঙ্গা লাকমালের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইয়ান বেল।



এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ তিন উইকেটে ১৫৬ রান। রুট ৪৮ ও মরগান ২৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এরআগে ক্রমেই ক্রিজে থিতু হতে চেষ্টা করা মঈন আলীকে ফেরান শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর এতে ইংলিশদের প্রথম উইকেটের পতন ঘটে। দলীয় ৯ ওভার ২ বলে ম্যাথিউসের বল কভারে উঠিয়ে মারতে গিয়ে লাকমালের তালুবন্দি হন মঈন। আউট হওয়ার আগে তার সংগ্রহ ২৬ বলে ১৫ রান। এরপর ব্যাট করতে নামা গ্যারি ব্যালান্সকে দলীয় ১২ ওভার ২ বলে কট-অ্যান্ড-বোল্ড করেন দিলশান। ব্যালান্সের সংগ্রহ ০৬।

বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

** ইংলিশ টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান সাজঘরে
** একশ উইকেট দিলশানের
** স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাচ্ছে ইংলিশরা
** টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
** লংকান-ইংলিশ ম্যাচের ভেন্যু
** লংকা-ইংলিশ ম্যাচে আম্পায়াররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।