ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ-লঙ্কার লড়াইয়ে থাকছে বাংলাদেশও

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ইংলিশ-লঙ্কার লড়াইয়ে থাকছে বাংলাদেশও

ঢাকা: পুল ‘এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলিংটনে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড। তবে লঙ্কান সিংহদের সঙ্গে ইংলিশদের লড়াইয়ে থাকছে বাংলাদেশও।

হ্যাঁ, মাশরাফিরা নেলসনে পৌঁছে গেলেও চোখ থাকবে ওয়েংলিটনে। সমর্থনও থাকবে লঙ্কানদের পক্ষেই।

কারণ ইংলিশরা যদি লঙ্কানদের কাছে হেরে যায় তাহলে পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থায় থাকবে বাংলাদেশ। ওয়েলিংটনে রোববার (০১ মার্চ) বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হবে।

আগের ম্যাচেই বাংলাদেশকে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে লঙ্কানরা। বিশ্বকাপ মিশনের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ফর্মে ফিরেছে ৯৬’র বিশ্বচ্যাম্পিয়নরা। ইংলিশদের বিপক্ষে এ ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা।

ওপেনার লাহিরু থিরিমান্নে বাংলাদেশের বিপক্ষে ৫২ রান করলেও তিনবার ক্যাচ দিয়েছিলেন। লঙ্কান এ ওপেনার চাইবেন ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে। অন্যদিকে ফর্মে তুঙ্গে আছেন আরেক ওপেনার তিলকারত্নে দিলশান। আগের ম্যাচেই খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৬১ রানের ইনিংস। ইংলিশ বোলিংকে ‘খুন’ করার জন্যে নিশ্চয়ই মুখিয়ে আছেন তিনি। এছাড়া বিশ্বকাপে সেঞ্চুরির দেখা পেয়েছেন কুমারা সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।

অন্যদিকে মিডল অর্ডার সামলাবেন অ্যাঞ্জেলা ম্যাথুস। লোয়ার মিডল অর্ডারে ভরসা থিসেরা পেরেরা। বোলিং নিয়েও দুঃশ্চিন্তা নেই লঙ্কান টিম ম্যানেজম্যান্টের। লাসিথ মালিঙ্গা ছন্দ ফিরে পেয়েছেন। বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথও ইংলিশদের জন্য অস্বস্থির কারণ হয়ে দাঁড়াতে পারেন।

ইংলিশ শিবিরে অবশ্য ওপেনার মঈন আলি রানে ফেরায় স্বস্তি ফিরে এসেছে। তবে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও স্বস্থিতে নেই ইংল্যান্ড। কারণ লঙ্কানদের সঙ্গে ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কাটা আরো বেড়ে যাবে। স্কটিশদের বিপক্ষে মঈন আলী এবং ইয়ান বেল রানে ফিরলেও ব্যর্থ হয়েছে মিডল অর্ডার। এ নিয়ে দুঃশ্চিন্তাটা দূর করতে পারেন ইয়ন মরগান, জোরুট এবং জেমস টেইলরের ব্যাট।

তবে ইংলিশদের বোলিং আক্রমণের দায়িত্বটা থাকছে স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের ওপর। লঙ্কান ব্যাটসম্যানদের থামাতে এই দুই বোলারকে মূল দায়িত্ব পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।