ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিধ্বংসী সুন্দর ডি ভিলিয়ার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
বিধ্বংসী সুন্দর ডি ভিলিয়ার্স ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৬ বলে ১৬২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবি ডি ভিলিয়ার্সের।

ভিলিয়ার্সের টর্পেডো এই ইনিংসটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দেড়শ’ রানের রেকর্ডেও জায়গা করে নিয়েছে।

১৭ চার এবং ৮ ছয়ে ইনিংসটি সাজিয়েছেন ভিলিয়ার্স।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও করেছিলেন তিনি। এ ম্যাচ সহ ভিলিয়ার্স ১৮২টি ম্যাচ খেলে করেছেন ৭৬৭৬ রান। তার ওয়ানডে অভিষেক হয় ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।