ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নিলেন তাহির

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নিলেন তাহির ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের ১৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে জ্বলে উঠেছেন দক্ষিন আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। এদিন তিনি তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পেলেন।

এর আগে ক্যারিবীয়দের বিপক্ষেই তার ইনিংস সেরা ২৮ রানের বিনিময় চার উইকেট ছিল।

এদিন ‌ইনিংসের প্রথম দুটি উইকেট নেন কাইল অ্যাবোট। আর পরের টানা পাঁচটি উইকেটই নেন তাহির। দলীয় ১২তম ওভারের প্রথম ও শেষ বলে তার শিকার হন ডোয়েন স্মিথ ও লেন্দল সিমন্স।

পরে খেলার ১৮তম ওভারে আবারো তার জোড়া আঘাত। ওভারের প্রথম ও চতুর্থ বলে ড্যারেন স্যামি ও আন্দ্রে রাসলকে আউট করেন। আর দলীয় ২৬তম ওভারে দিনেশ রামদিনকে আউট করে ক্যারিয়ারের পাঁচ উইকেট পূরণ করেন। তার বোলিং ফিগারটি ছিল ১০ ওভারে দুই মেডেন সহ ৪৫ রানের বিনিময় পাঁচ উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।