ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উত্তেজনা ছড়িয়ে আইরিশদের জয়

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
উত্তেজনা ছড়িয়ে আইরিশদের জয় সংগৃহীত

এবারের  বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাময় ম্যাচে উপহার দিয়েছে আইসিসির দুই সহযোগী সদস্য দেশ  আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। কেভিনও ব্রায়ানের ঝড়ো অর্ধশতক এবং গেরি উইলসনের ৮০ রানের ইনিংসের কাছে ম্লান হয়ে গেছে আরব আমিরাতের শাইমান আনোয়ারের সেঞ্চুরি।



কেভিনও ব্রায়ানের ২৫ বলে ৫০ রানের ইনিংসটিই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আইরিশদের এনে দেয় দুই উইকেটে শ্বাসরুদ্ধকর এক জয়। এই জয়ের ফলে পুল ‘বি’ থেকে শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এগিয়ে গেল আয়ারল্যান্ড।

টসে হেরে ব্যাট করতে নেমে শাইমান আনোয়ারর অসাধারণ সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাত নয় উইকেটে ২৭৮ রান জমা করে স্কোর বোর্ডে। ২৭৯ রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতেই আট উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড।

আমিরাতের আত্মবিশ্বাসী শুরু
মরুর দেশের দুই ওপেনার আমজাদ আলী এবং এন্ডি বেরগানার ওপেনিংয়ে ৪৯ রানের পার্টনারশিপ করে শুভ সুচনা এনে দেন দলকে। কিন্তু ৪৯ রানের মাথায় বেরগানার আউট হলে প্রথম উইকেট হারায় আমিরাত।

আমিরাতের ইনিংসে ধস
বেরগানার আউট হয়ে গেলেও আরেক ওপেনার আমজাদ আলী সাবলীলভাবেই আইরিশ বোলারদের শাসন করছিলেন। কিন্ত অন্য প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় ৭৩ রানের মাথায় আমজাদ ৪৬ রান করে আউট হলে বড় ধাক্কায় আমিরাত। এক পর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ১৩১ রান।

শাইমান এবং আমজাদের রেকর্ড জুটি
বিশ্বকাপ মঞ্চে শাইমান আনোয়ার এবং আমজাদ জাভেদের বিশ্বকাপে সপ্তম উইকেটের ১০৭ রানের রেকর্ড পার্টনারশিপে বিপর্যয় কাটিয়ে উঠে আমিরাত। এর আগে রেকর্ডটি হিল ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান এবং রিডলই জ্যাকবসের দখলে, তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন সপ্তম উইকেটে।

আমজাদ জাভেদ ৩৫ বলে ৪২ রান করে ২৩৮ রানের মাথায় আউট হলেও শাইমান আনোয়ার বিশ্বকাপে নিজ দলের হয়ে প্রথম সেঞ্চুরি তুলে নেন। ৮৩ বলে ১০৬ রানের ইনিংস খেলে দলীয় ২৬৯ রানের মাথায় ফিরে যান তিনি। ১০ চার এবং এক ছয়ে তার ইনিংসটি সাজানো ছিল ।

শুরু থেকেই চাপে আইরিশরা
২৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ রানের মাথায় ওপেনার স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় উইকেটে উইলিয়াম পোর্টারফিল্ড এবং এড জয়েস ৬৮ রান যোগ করে পরিস্থিতি সামাল দেন।

ধসে পড়লো আইরিশ টপ অর্ডার
তবে আমিরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয় চোখের পলকেই ধসে পড়লো আয়ারল্যান্ডের টপ অর্ডার। এক পর্যায়ে আইরিশদের স্কোর দাঁড়ায় চার উইকেটে ৯৭ রান।

পরিস্থিতি সামাল দিলেন বালবারিন এবং উইলসন
ষষ্ঠ উইকেটে ৭৪ রান যোগ করে বালবারিন এবং উইলসন বিপর্যয় ঠেকান। দলীয় ১৭১ রানের মাথায় বালবারিন ৩০ রান করে ফিরে গেলে পঞ্চম উইকেটের পতন ঘটে আয়ারল্যান্ডের।

কেভিন ও ব্রায়ানের ঝড়ে ম্যাচে ফিরল আইরিশরা
বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান কেভিনও ব্রায়ানের ঝড়ে ম্যাচে ফিরে আসে আইরিশরা। তার ২৫ বলে ৫০ রানের ইনিংসটিই আইরিশদের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে। তবে ২৪৩ রানের মাথায় আমজাদ জাভেদের বলে ফিরে গেলে স্বস্তি ফিরে আসে আমিরাতে দলে।

শেষ তিন ওভারের নাটক
তবে ও ব্রায়ান আউট হলেও উইলসন এবং জন মুনি সপ্তম উইকেটে ১৬ রান যোগ করে আইরিশদের জয়ের পথে রেখেছিলেন। কিন্তু দলীয় ২৫৯ রানের মাথায় আমজাদ জাভেদ মুনির উইকেট তুলে নিলে সপ্তম উইকেট হারায় আইরিশরা। এরপর ব্যক্তিগত ৮০ রান করে দলীয় ২৬৭ রানের মাথায় উইলসন মোহাম্মদ নাভেদের বলে আউট হলে বড় ধাক্কা খায় আয়ারল্যান্ড।

শেষ হাসি হাসল আয়ারল্যান্ড
শেষ দুই ওভারে ডকরেল এবং অ্যালাক্স কসাক ঠান্ডা মাথায় জয়ের লক্ষ্যে পৌঁছে দেন আইরিশদের।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

** শ্বাসরুদ্ধকর ম্যাচে আইরিশদের জয়
** জমে উঠেছে আইরিশ-আমিরাত লড়াই
** হাল ধরার চেষ্টা আইরিশদের
** ব্যাটিং বিপর্যয়ে আইরিশরা
** আইরিশদের দ্বিতীয় উইকেটের পতন
** দলীয় অর্ধশতক পার করলো ‍আইরিশরা
** দেখেশুনে ব্যাট চালাচ্ছে ‍আইরিশরা
** ২৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে আইরিশরা
** আইরিশদের ২৭৯ রানের টার্গেট দিল আমিরাত
** শাইমান-জাভেদের ক্যারিয়ার সেরা প্রত্যয়ী ইনিংস
** শাইমানের ব্যাটে এগুচ্ছে আমিরাত
** শামিম-খুররমের জুটি গড়ার চেষ্টা
** চার উইকেট হারিয়ে শক্ত অবস্থানে দাঁড়ানোর চেষ্টা আমিরাতের
** দ্রুতই ক্রিশনাকে ফেরালেন স্টারলিং
** প্রথম উইকেটের পতন আমিরাতের
** টস হেরে ব্যাটিংয়ে নেমেছে আরব আমিরাত
** টস জিতে ফিল্ডিং নিয়েছে আইরিশরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।