ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তুষার-মিথুনের সেঞ্চুরিতে খুলনার লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
তুষার-মিথুনের সেঞ্চুরিতে খুলনার লিড ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলায় ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ রানের লিড নিয়েছে খুলনা বিভাগ।

ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তুষার ইমরান ও মো: মিথুনের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৩৭ রান করেছে খুলনা বিভাগ।

জিয়াউর রহমান ১২ ও মেহেদি হাসান মিরাজ ১৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন।

প্রথম ইনিংসে ঢাকার করা ৩৬৬ রানের জবাবে আগের দিনের তিন উইকেটে ১২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে খুলনা। সেখান থেকে ৩৩৬ রানে গিয়ে চতুর্থ উইকেটের পতন ঘটে খুলনা বিভাগের। ২০২ বল মোকাবেলা করে ১২৬ রান করে মিথুন আউট হলে ভাঙে ২২২ রানের জুটিটি।

মিথুনের উইকেটটি তুলে নেন মো: শরিফ। এর পর পঞ্চম উইকেটে নুরুল হাসান ও তুষার ইমরান জুটিতে ঢাকার করা প্রথম ইনিংসের রান টপকায় খুলনা।  

দলীয় ৪০২ রানে জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নুরুল হাসান (৩৫)। তৃতীয় দিনে খুলনার শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তুষার ইমরান। মো: শরিফের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৩০২ বলে ১৭টি চারের সাহায্যে ১৫৮ রানের ইনিংস সাজান তুষার ইমরান।

তৃতীয় দিনে পুরো ৯০ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করে খুলনা বিভাগ।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।