ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্বাসরুদ্ধকর ম্যাচে আইরিশদের জয়

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
শ্বাসরুদ্ধকর ম্যাচে আইরিশদের জয় সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ২৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে উত্তেজনা ছড়িয়ে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। আমিরাতকে হারাতে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় আইরিশরা।



এর আগে আইরিশ দলের ব্যাটিং উদ্বোধন করতে নামেন পল স্টারলিং এবং উইলিয়াম পোর্টারফিল্ড। তবে, ইনিংসের দ্বিতীয় ওভারেই স্টারলিংকে বিদায় করেন আমিরাতের মানজুলা গুরুজি।

দলীয় ৭২ রানে এড জয়েসকে সাজঘরে ফেরত পাঠান আমজাদ জাভেদ। ৪৯ বলে ব্যক্তিগত ৩৭ রান করে উইকেটের পিছনে পাতিলের তালুবন্দি হন জয়েস। আউট হওয়ার আগে তিনি পোর্টারফিল্ডের সঙ্গে মূল্যবান ৬৮ রানের একটি জুটি গড়েন।

এরপর দলীয় ৯৪ রানের মাথায় পোর্টারফিল্ডও আউট হন। মোহাম্মদ তৌকিরের বলে বোল্ড হয়ে বিদায় নেওয়ার আগে পোর্টারফিল্ড করেন ৬৪ বল থেকে ৩৭ রান। নিজের পরের ওভারেই ১৭ রান করা নেইল ও’ব্রাইনকে এলবি’র ফাঁদে ফেলেন তৌকির।

দলীয় ৯৭ রানে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং ক্রিজে রানের চাকা সচল রাখেন গ্যারি উইলসন এবং বালবিরিনি। এ জুটি থেকে আসে মূল্যবান ৭৪ রান। ৩৯তম ওভারে মোহাম্মদ নাভেদের বলে আউট হওয়ার আগে বালবিরিনি করেন ৩০ রান (৪১ বলে)।

২৪ বলে ব্যক্তিগত অর্ধশতক করার পরের বলে কেভিন ও’ব্রাইন আমজাদ জাভেদের বলে নাভেদের তালুবন্দি হন। তবে, আউট হওয়ার আগে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কেভিন ও’ব্রাইন। মাত্র ৩৬ বলে ৭২ রানের পার্টনারশিপ গড়েন গ্যারি উইলসনের সঙ্গে।

আর ৬৯ বলে ৯টি চারের সাহায্যে ইনিংস সর্বোচ্চ ৮০ রান করে ৪৮তম ওভারে আউট হন গ্যারি উইলসন।

এর আগে টস জিতে আমিরাতকে ব্যাটিংয়ে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানো শাইমান আনোয়ার এবং আমজাদ জাভেদের বড় জুটি আর ওপেনার আজমাদ আলী ও মিডল অর্ডারে নামা খুররম খানের ব্যাটে ভর করে আরব আমিরাত নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে করে ২৭৮ রান।

শাইমান ক্যারিয়ারের প্রথম শতক হাঁকাতে খেলেন ৭৯টি বল। ৮৩ বলে ১০টি চার আর একটি ছক্কায় শাইমান করেন ১০৬ রান। সরেনসেনের বলে উইলসনের তালুবন্দি হওয়ার আগে শাইমান আরব আমিরাতের হয়ে বিশ্বকাপে রেকর্ড গড়েন। আমিরাতের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি শতক হাঁকান।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

** জমে উঠেছে আইরিশ-আমিরাত লড়াই
** হাল ধরার চেষ্টা আইরিশদের
** ব্যাটিং বিপর্যয়ে আইরিশরা
** আইরিশদের দ্বিতীয় উইকেটের পতন
** দলীয় অর্ধশতক পার করলো ‍আইরিশরা
** দেখেশুনে ব্যাট চালাচ্ছে ‍আইরিশরা
** ২৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে আইরিশরা
** আইরিশদের ২৭৯ রানের টার্গেট দিল আমিরাত
** শাইমান-জাভেদের ক্যারিয়ার সেরা প্রত্যয়ী ইনিংস
** শাইমানের ব্যাটে এগুচ্ছে আমিরাত
** শামিম-খুররমের জুটি গড়ার চেষ্টা
** চার উইকেট হারিয়ে শক্ত অবস্থানে দাঁড়ানোর চেষ্টা আমিরাতের
** দ্রুতই ক্রিশনাকে ফেরালেন স্টারলিং
** প্রথম উইকেটের পতন আমিরাতের
** টস হেরে ব্যাটিংয়ে নেমেছে আরব আমিরাত
** টস জিতে ফিল্ডিং নিয়েছে আইরিশরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।