ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের শুভকামনায় স্টেট ইউনির্ভাসিটিতে 'বিগ ব্যাট'

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
টাইগারদের শুভকামনায় স্টেট ইউনির্ভাসিটিতে 'বিগ ব্যাট' ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের শুভকামনায় বিশাল আকৃতির ক্রিকেট ব্যাট স্থাপন করেছে স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (এসইউবি)। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত চলমান বিশ্বকাপে টাইগারদের ভাল খেলার প্রত্যাশা জানিয়ে স্টেট ইউনিভার্সিটির দুই ক্যাম্পাসের সম্মুখে দুটি বিশালাকৃতির ক্রিকেট ব্যাট রাখা হয়েছে।



ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষও ওই ব্যাটে সাক্ষর করে দলের প্রতি শুভকামনা জানাচ্ছেন। টাইগারদের শুভকামনা জানাতে পুরো বিশ্বকাপ জুড়ে ওই ব্যাট দুটি ইউনির্ভাসিটির ক্যাম্পাসের সামনে রাখা থাকবে।

উল্লেখ্য, আফগানিস্তানকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ দল তাদের বিশ্বকাপে শুভ সূচনা করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। সেখান থেকে এক পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পুল ‘এ’র তিন নম্বর পজিশনে রয়েছে মাশারাফি বিন মর্তুজার দল।

ফলে বাংলাদেশ দল এবার কোয়ার্টার ফাইনালে যেতে পারবে বলে আশাবাদী টাইগারভক্তরা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।