ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোসাদ্দেকের ডাবল সেঞ্চুরি, চালকের আসনে বরিশাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
মোসাদ্দেকের ডাবল সেঞ্চুরি, চালকের আসনে বরিশাল

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। তার ব্যক্তিগত ২৮২ রানের সুবাদে ৯ উইকেটে ৫৯৭ রান করে প্রথম ইনিংস ঘোষণ‍া করেছে বরিশাল বিভাগ।

জবাবে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ দুই উইকেটে ১২৪ রান। নাফিস ইকবাল ৩২ ও তাসামুল হক ২১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

ফলে চট্টগ্রাম বিভাগের চেয় ৪৭৭ রানে এগিয়ে রয়েছে বরিশাল।

মঙ্গলবার বিকেএসপির দুই নম্বর গ্রাউন্ডে আগের দিনের করা ৬ উইকেটে  ৪১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে বরিশাল। ১৫০ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক এ দিন আরো ১৩২ রান যোগ করেন। ৩০৯ বলে ৩৭টি চার ও পাঁচটি ছক্কায় ২৮২ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে মেহেদি হাসানের বলে বোল্ড আউট হলে প্রথম ইনিংস ঘোষণা করে বরিশাল বিভাগ।

৫৯৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ইয়াসির আলী ও আবদুল্লাহ আল মামুনের উইকেট হারায় চট্টগ্রাম। দলীয় ৩৯ রানে ইয়াসিরকে (৩১) এলবিডব্লুউ করেন সোহাগ গাজী। এরপর দলীয় ৯২ রানে আল মামুনকে (৩২) ফেরান আল-আমিন।

 রাজশাহীর বিপক্ষে রংপুরের লিড:

ঢাকা: বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৯৪ রানের লিড নিয়েছে রংপুর বিভাগ। প্রথম ইনিংসে রাজশাহীর করা ২৬৩ রানের জবাবে লিটন কুমারের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে তিন উইকেটে ৩৫৭ রান করেছে রংপুর।

নাঈম ইসলাম ৫৮ ও মাহমুদুল হাসান ৩১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

মঙ্গলবার আগের দিনের করা বিনা উইকেটে ২৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে রংপুর। তারিক আহমেদ ও লিটন কুমারের ওপেনিং জুটি ভাঙে দলীয় ১৭৪ রানে। ব্যক্তিগত ৫৩ র‍ান করে সানজামুল ইসলামের বলে মু্ক্তার আলীর হাতে ক্যাচ দেন তারিক আহমেদ। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা তানভির হায়দারকে নিয়ে ইনিংস লম্বা করতে থাকেন লিটন।

দলীয় ২৪৬ রানে তানভির হায়দার (২৫) সানজামুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিনত হন। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে দলীয় ২৮৬ রানে আউট হন লিটন কুমার। সাজঘরে ফেরার আগে ২২৯ বলে ১৭টি চার ও ‍তিনটি ছক্কায় ১৭৩ রানের ইনিংস খেলেন এ ওপেনার। লিটন কুমারের উইকেটটি নেন মুক্তার আলী।

এর আগে মুক্তার আলীর ৮৫ ও তারিক খানের ৫৭ রানের ইনিংসে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৬৩ রান করে রাজশাহী।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।