ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে

বিশ্বকাপে ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে। পাঠকদের সুবিধার জন্য দু’দলের কয়েকজন খেলোয়াড়ের টুকিটাকি দেওয়া হল।



জিম্বাবুয়ের সঙ্গে শেষ সাতবারের দেখায় সবকটিতেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সবগুলোই বিশ্বকাপের ম্যাচ।

বিশ্বকাপে ওয়েস্ট ইডিন্ডজ দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের। তিনি ২৮ ইনিংসে ৫৭.৩ গড়ে এক হাজার ৩১৭ রান করেছেন।

অস্ট্রেলিয়ায় শেষ ১৭টি একদিনে আন্তর্জাতিক ম্যাচে গেইলে ব্যাটিং গড় ১৪.৯। শেষ ৯ ম্যাচে দুই অঙ্কের কোটায় পৌঁছেছেন মাত্র ২বার।

জিম্বাবুয়ান পেসার এল্টন চিগাম্বুরা ক্যারিয়ারে শততম উইকেট থেকে মাত্র তিন উইকেট দূরে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচে তিন উইকেট পেলেই দ্বিতীয় কোনো জিম্বাবুয়েয়ান প্লেয়ার হিসেবে ৩০০০ রান ও ১০০ উইকেট এর মাইলফলক স্পর্শ করবে। এর আগে গ্রান্ট ফ্লাওয়ার এ রেকর্ডের মালিক।

ওডিআই ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৮৮ রান দূরে রয়েছেন ব্রেন্ডন টেলর এবং ৯ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৭৯ রান দূরে রয়েছেন ক্রিস গেইল।

আন্দ্রে রাসেল শেষ চার ওয়ানডেতে তিনবারই আউট হয়নি। ২০১.২৮ গড়ে ৭৮ বলে ১৫৭ রান নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।