ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফুরফুরে ক্যারিবীয়দের সামনে প্রত্যয়ী জিম্বাবুয়ে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ফুরফুরে ক্যারিবীয়দের সামনে প্রত্যয়ী জিম্বাবুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: আয়ারল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরের ম্যাচেই  পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ক্যালিপসোর ছন্দে ফিরেছে ক্যারিবীয়রা।

অন্যদিকে জিম্বাবুয়ে প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করে হারার পর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্ট নিজেদের প্রথম জয় তুলে নেয়।

মঙ্গলবার ক্যানবেরার মানুক ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় পুল বি’এর নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দুদলই দাঁড়িয়ে আছে একই মোহনায়। দুইদলেই চাইবে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে।

নিজেদের প্রথম দুই ম্যাচে ক্যারিবীয়দের শুরুটা ভালো হয়নি। তবে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে দুটো ম্যাচেই তিনশ’র উপর স্কোর করেছে ক্যারিবীয়রা।
 
তবে ক্রিস গেইল এবং ডোয়াইন স্মিথকে নিয়ে দুঃশ্চিন্তা থেকেই যাচ্ছে ক্যারিবীয় টিম ম্যানেজম্যান্টে। জেসন হোল্ডারের মতে, ব্যাট হাতে দানবীয় চেহারায় ফিরুক গেইল।

ওপেনারদের ফর্ম না থাকলেও মারলন স্যামুয়েলস, লেন্ডন সিমন্স, এবং লেইট মিডল অর্ডারে আন্দ্রে রাসেল এবং ড্যারেন সামির ফর্ম যথেষ্ট নিশ্চয়তা দিচ্ছে ক্যারিবীয়দের।

পাকিস্তানাকে এক রানে চার উইকেটের লজ্জা উপহার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং ডিপার্টমেন্টটাও বেশ চনমনে।

অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে লড়াই করে ম্যাচ হারের পর এ ম্যাচে জয় চাইছে প্রত্যয়ী জিম্বাবুয়ে। অন্যদিকে আইরিশদের কাছে ক্যারিবীয়দের পরাজয়ের ফলে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের হিসেব নিকেশটাও বদলে দিয়েছে। যেকোনো দলই জায়গা করে নিতে পারে শেষ আটে।

ক্যারিবীয়দের চমকে দিয়ে জিম্বাবুয়ে চাইছে শেষ আটে জায়গা করে নেওয়ার হিসেবে এগিয়ে থাকতে। জিম্বাবুয়ের ব্যাটিংয়ের বড় ভরসা ব্র্যান্ডন টেইলর, হ্যামিল্টন মাসাকাদজা, শন উইলিয়ামস।

নতুন বলে ভালো শুরু এনে দেয়ার সামর্থ্য আছে টেন্ডাই চাতারা ও টিনাশে পানিয়াঙ্গারার। এল্টন চিগুম্বুরার দলের সমস্যা পুরোনো বলে। শেষ দিকে প্রচুর রান দেয় আফ্রিকার দলটির বোলাররা।

গত একদশকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র দুটি জয় পেয়েছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।