ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলীয় শতক পেরিয়ে শক্ত অবস্থানে ইংলিশরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
দলীয় শতক পেরিয়ে শক্ত অবস্থানে ইংলিশরা

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে স্কটল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে ইংল্যান্ড । তবে এদিন শুরু থেকেই আক্রমণাত্বক হয়ে খেলতে থাকে ইংলিশ ওপেনার মঈন আলী।

পরে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক তুলে নেন এ বাঁ-হাতি। আর অন্য ওপেনরা ইয়ান বেল দেখেশুনে ব্যাটিং করায়  সহজেই দলীয় শতক পেরিয়েছে দলটি ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরগান বহীনির সংগ্রহ ১৭ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ১০২ রান। মঈন  ৫৩ বলে ৬৫ ও বেল ৪৯ বলে ২৯ রান করে অপরাজিত আছেন।

এর আগে ইংলিশরা তাদের প্রথম দুই ম্যাচে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে। আর স্কটল্যান্ডও তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে।


বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

** দেখেশুনে ব্যাট চালাচ্ছে ইংলিশ ওপেনাররা
** ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে স্কটল্যান্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।