ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের শেষ ম্যাচে হেগলি ওভাল

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বিশ্বকাপের শেষ ম্যাচে হেগলি ওভাল

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হেগলি ওভাল স্টেডিয়ামে মুখোমুখো হয়েছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৯ হাজার হলেও বিশ্বকাপ উপলক্ষে অস্থায়ী গ্যালারি তৈরি করে ২০ হাজার করা হয়।



বিশ্বকাপের স্বাগতিক নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যে উদ্বোধনী ম্যাচ এ মাঠেই অনুষ্ঠিত হয়। এছাড়া গত ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচও এ মাঠে অনুষ্ঠিত হয়।

এর আগে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চের ল্যাঙ্কেস্টার পার্ক ভয়াবহ ভূমিকম্পে ভীষণ ক্ষতিগ্রস্থ হলে হেগলি পার্কের সবুজে তৈরি করা হয় নতুন এ ক্রিকেট ভেন্যু।

এদিকে  ইংল্যান্ড-স্কটল্যান্ডের এ ম্যাচই বিশ্বকাপে শেষ খেলা হ্যাগলি ওভাল স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।