ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাককালামের দিকে ধেয়ে যাবে দ্রুতগতির বল

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ম্যাককালামের দিকে ধেয়ে যাবে দ্রুতগতির বল ব্রেন্ডন ম্যাককালাম

ঢাকা: বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেয় বিশ্বমঞ্চের সহ-আয়োজক দেশ নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের উপর দিয়ে স্টিম রোলার চালান কিউই দলপতি ব্রেন্ডন ম্যাককালাম।



মাত্র ২৫ বল খেলে ৮টি চারের পাশাপাশি ৭টি বিশাল ছক্কা হাঁকান ম্যাককালাম। ড্যাশিং এ ওপেনারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে অজি কোচ ড্যারেন লেহম্যান নিরুৎসাহিত করে চলেছেন।

লেহম্যান মারকুটে ব্যাটসম্যান ম্যাককালাম প্রসঙ্গে বলেন, কিউই দলপতি ইংলিশ বোলারদের উপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে। সে একাই ম্যাচটিকে নিজের করে নিতে পারদর্শী। বেশ ঝুঁকি নিয়ে খেলা ম্যাককালামের জন্য অস্ট্রেলিয়ার ম্যাচটি ভিন্ন হবে।

এর কারণ হিসেবে লেহম্যান বলেন, অস্ট্রেলিয়ার বোলাররা যেভাবে বল করে তাতে ম্যাককালাম কোনো সুবিধা করতে পারবে না। কারণ এখানে তার দিকে ঘণ্টায় ১৩৫ কিলোমিটারের পরিবর্তে ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার বেগে বল ধেয়ে আসবে। তার জন্য আমরা বিশেষ কিছু পরিকল্পনা করে রেখেছি।

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ম্যাককালাম জয় চান। ২০০৭ বিশ্বকাপে কানাডার বিপক্ষে সেন্ট লুসিয়াতে ২০ বলে বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ২০১৫ বিশ্বকাপে এসে আবারও রেকর্ড গড়েন তিনি। নিজের সেই পুরোনো রেকর্ড ভেঙে মাত্র ১৮ বলে ৫০ রান করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।