ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের জয়ের নায়ক ধাওয়ান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ভারতের জয়ের নায়ক ধাওয়ান শিখর ধাওয়ান

ঢাকা: প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। ধাওয়ানের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ৩০৭ রানের বিশাল স্কোর দাঁড় করায় বর্তমান চ্যাম্পিয়নরা।

পরে ভরতীয় বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ১৭৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।

শিখর ধাওয়ানের ১৪৬ বলে ১৩৭ রানের দায়িত্বশীল পারফরম্যান্সের কারণে ম্যাচ শেষে নির্বাচকদের তাই ম্যাচসেরা নির্বাচন করতে কোনো বেগ পেতে হয়নি।

মেলবোর্নের ব্যাটিং সহায়ক উইকেটকে বেশ ভালোভাবেই কাজে লাগ‍ান বাঁহাতি ওপেনার ‍ধাওয়ান। সাবলীলভাবে ব্যাটিং করে দলের রানের চাকা সচল রাখেন তিনি।   ১৬ চার এবং দুই ছয়ে ইনিংসটি সাজান ধাওয়ান।

৫৫ ম্যাচ খেলে ধাওয়ানের সংগ্রহ ২৩০৫ রান। তার ব্যাটিং গড় ৪৫.১৯। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১০ সালে অভিষেক হয় ধাওয়ানের।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।