ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধাওয়ানের দুর্দান্ত শতক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ধাওয়ানের দুর্দান্ত শতক ছবি: সংগৃহীত

ঢাকা: চোকার প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত শতক হাঁকালেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তার অনবদ্য সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহের দিকে এগোচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল।



সেঞ্চুরি হাঁকানোর পথে ধাওয়ান খেলেছেন ১২২টি বল। তার ঝলমলে ইনিংসটি সাজিয়েছেন ১৩টি চারের মারে ।

রোববার (২২ ফেব্রুয়ারি) মেলবোর্নে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় মহেন্দ্র সিং ধোনির। ওপেনার রোহিত শর্মা কোনো রান না করেই দলীয় ৯ রানের মাথায় সাজঘরের পথ ধরলে ওয়ানডাউনে ক্রিজে আসা বিরাট কোহলিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ধাওয়ান।

এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দু’জন। তবে, ২৮তম ওভারে ইমরান তাহিরের বলে ক্যাচ আউট হয়ে ক্রিজের অপরপ্রান্ত থেকে বিরাট কোহলি (৪৬) ফিরে গেলেও আরেক প্রান্ত আগলে রাখেন ধাওয়ান।

এরপর আজিঙ্কা রাহানে এলে তার সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নিতে থাকেন। ৩৫তম ওভারের শেষ বলে চার হাঁকিয়ে পূরণ করে নেন নিজের শতক।

এখন পর্যন্ত এ দু’জনই ক্রিজে আছেন। সেঞ্চুরিয়ান ধাওয়ানের সঙ্গে ধুমধাড়াক্কা ব্যাট চালাচ্ছেন রাহানে (২৯ বলে ৩৯)।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।