ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি হাঁকিয়ে দলকে পথ দেখাচ্ছেন ধাওয়ান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
সেঞ্চুরি হাঁকিয়ে দলকে পথ দেখাচ্ছেন ধাওয়ান শিখর ধাওয়ান

ঢাকা: উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানের অনবদ্য সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহের পথে এগুচ্ছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে হারিয়ে হোঁচট খায় বিশ্বচ্যাম্পিয়নরা।

 

এরপর ওয়ানডাউনে ক্রিজে আসা বিরাট কোহলিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ধাওয়ান। ম্যাচের ২৮তম ওভারে ইমরান তাহিরের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। মাত্র ৪ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন ভারতীয় এই ডানহাতি ব্যাটসম্যান।

এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়ে দলকে পথ দেখাচ্ছেন ধাওয়ান। কোহলির বিদায়ে ক্রিজে আস‍া অজিঙ্কা রাহানের সংগ্রহ ২৮ রান। শতক হাঁকাতে ধাওয়ান খেলেন ১২২টি বল, তার ইনিংসে রয়েছে ১৩টি চারের মার।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ১৭৯ রান।

৮৭ রান সংগ্রহ করে শিখর ধাওয়ান অপরাজিত রয়েছেন। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন অজিঙ্কা রাহানে।
 
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের তৃতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে হারিয়ে বিপদে পড়ে যায় ভারতীয় দল। রানের খাতা না খুলেই ডিভিলিয়ার্সের দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট হন রোহিত।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট কর‍ার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ সিং ধোনি। ইনিংস উদ্বোধন করতে নামেন ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মা ও বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া একাদশ নিয়েই প্রোটিয়াদের মোকবেলা করছে বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে একটি পরিবর্তন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলাটি মাঠে গড়ায়। এই ম্যাচে জয়ী দলটি পুল-বি’র চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে থাকবে।

চোকার প্রোটিয়ারা এর আগের প্রতিবারের বিশ্বকাপের দেখায় ভারতকে কাঁদালেও এবার হাসতে চায় মহেন্দ্র সিং ধোনির দল।

ভারত একাদশ
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহিত শর্মা ও উমেশ যাদব।
 
দক্ষিণ আফ্রিকা একাদশ
হাশিম আমলা, কুইন্টন ডি কক,  ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ওয়েইন পারনেল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** সাজঘরে কোহলি
** কোহলি-ধাওয়ানের ব্যাটে শতক পেরোলো ভারত
** ধাওয়ানের অর্ধশতক, এগোচ্ছে রানের চাকা
** কোহলি-শিখর জুটিতে লড়ছে ভারত
** রানআউট হয়ে সাজঘরে রোহিত শর্মা
** ব্যাট করতে নেমেছেন রোহিত-ধাওয়ান
** টসে জিতে ব্যাটিংয়ে ভারত
** বিশ্বকাপে প্রোটিয়া-দুঃখ ঘোচাতে নামছে ভারত
** এবার প্রোটিয়াদের হারাতে চায় ভারত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।