ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে থেকে বিশ্বমঞ্চে নামবেন ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
শীর্ষে থেকে বিশ্বমঞ্চে নামবেন ভিলিয়ার্স এবিডি ভিলিয়ার্স

ঢাকা: আইসিসির সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী দলগত ভাবে শীর্ষে রয়েছে এগারোতম বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে শীর্ষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামবেন দ. আফ্রিকার তারকা এবিডি ভিলিয়ার্স।



সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী ভিলিয়ার্স এক নম্বরে রয়েছেন। প্রোটিয়া এ ব্যাটসম্যান সর্বোচ্চ ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে। আর ভিলিয়ার্সের পরেই রয়েছেন আরেক প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা। তিনি ৮৬৭ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

লংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এ তালিকায় চার নম্বরে রয়েছেন। বাঁহাতি এ ব্যাটসম্যান ৮২৩ রেটিং পয়েন্ট নিয়ে তারই স্বদেশী দিলশানের ঠিক উপরে অবস্থান করছেন। দিলশান অর্জন করেছেন ৭৮৫ রেটিং পয়েন্ট।

তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ডানহাতি এ ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৮৩১।

এছাড়া ছয় থেকে দশ নম্বর অবস্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ভারতের শিখর ধাওয়ান, নিউজিল্যান্ডের রস টেইলর, ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর দ. আফ্রিকার কুইন্টন ডি কক।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।