ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুরোনো চেহারায় নতুন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
পুরোনো চেহারায় নতুন আমির মোহাম্মদ আমির

ঢাকা: নিষিদ্ধ থাকা পাকিস্তানি ক্রিকেট তারকা বোলার মোহাম্মদ আমির চেয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আবারো পাকিস্তান জাতীয় দলে নিজের নাম লেখাতে। পাশাপাশি পুরো বিশ্ব ক্রিকেটে ফাস্ট বোলার হিসেবে প্রতিনিধিত্ব করতে।



কথা রাখতে শুরু করেছেন এ ফাস্ট বোলার। নিষেধাজ্ঞা কাটিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটে প্রত্যাবর্তন করে সমর্থকদের মুখে আবারো হাসি ফোটালেন এ বাঁহাতি পেস বোলার। লাহোরের একটি ক্লাবের হয়ে খেলে আমির তিন উইকেট পেয়েছেন। তিন উইকেট পেতে খরচ করেন ২৩ রান।

এর আগে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আমিরকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেয়। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে আইসিসি কর্তৃক পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবেদনের প্রেক্ষিতে আট মাস আগেই ক্রিকেটে ফেরেন ‍আমির।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।