ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিং টেস্ট নিয়ে আত্মবিশ্বাসী গাজী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বোলিং টেস্ট নিয়ে আত্মবিশ্বাসী গাজী সোহাগ গাজী

ঢাকা: এ সপ্তাহের শুরুতেই ভারতের চেন্নাইয়ে সোহাগ গাজীর অফিসিয়াল বোলিং টেস্ট করানো হয়েছে। এখ‍ানো রিপোর্ট পাওয়া যায়নি।

তবে, সবুজ সংকেত পাবেন বলে নিজের আত্মবিশ্বাসের কথা ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের এ অলরাউন্ডার।

গাজী বলেন, ‘বোলিং পরীক্ষা করানের সময় আমি অনেকটা নার্ভাস ছিলাম। চেন্নাইয়ের আগে ইংল্যান্ডের কারডিফে বোলিং টেস্ট করিয়েছিলাম। সেখানকার অনেকেই চেন্নাইয়ে উপস্থিত ছিলেন। চেন্নাইয়ে দেওয়‍া টেস্টে আমি এক ওভারের কম বোলিং করেছি। বলের গতি ছিল ঘন্টায় ৬০ থেকে ৭২ কি.মি. এর মধ্যে। ’

তিনি আরো বলেন, ‘কারডিফে দেওয়া বোলিং টেস্টটি আমার মোটেই ভালো হয়নি। সেখানে বোলিং করতে গিয়ে আমার হাত ২৫ ডিগ্রি পর্যন্ত অতিক্রম করেছে। তবে, চেন্নাইয়ে দেওয়া বোলিং টেস্টে মনে হয় পাঁচ-ছয় ডিগ্রির বেশি অতিক্রম করেনি। তাই বোলিংয়ে ফেরার ব্যাপারে আমি আশাবাদি। ’

উল্লেখ্য, গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে গাজীর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।