ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচের নিষেধাজ্ঞায় বেইলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
এক ম্যাচের নিষেধাজ্ঞায় বেইলি জর্জ বেইলি

ঢাকা: এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেতে পারেন জর্জ বেইলি। গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে এমন নিষেধাজ্ঞা আসতে পারে অস্ট্রেলিয়ান অধিনায়কের উপর।

আগামী শুক্রবার হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অজিরা।

অস্ট্রেলিয়া গত ১২ মাসে এ নিয়ে দুবার স্লো ওভার রেটে পড়েছে। এর আগে গত নভেম্বরে দক্ষিন আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটিতে স্লো ওভার রেট করেছিল দলটি।

আর সে ম্যাচে বেইলি ও এবি ডি ভিলিয়ার্স কে সাবধান করে দেয়া হয়েছিল যে, আগামী ১২ মাসের মধ্যে যদি ‍আবারো কোন অপরাধ পাওয়া যায় তাহলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন।

এদিকে বেইলি যদি এক ম্যাচের জন্য বহিষ্কার হন তবে দলের অধিনায়ত্ব যেতে পারে স্টিভেন স্মিথের কাছে। ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া তাদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। তবে ভারত ও ইংল্যান্ড এখনও জয়ের দেখা পায়নি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।