ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২৪ জানুয়ারি বোলিং টেস্ট করাবেন আজমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
২৪ জানুয়ারি বোলিং টেস্ট করাবেন আজমল সাইদ আজমল

ঢাকা: চেন্নাইয়ে আগামী ২৪ জানুয়ারি অফিসিয়ালি বোলিং টেস্ট করাবেন, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ক্রিকেট থেকে বহিষ্কার হওয়া পাকিস্তানি অফ স্পিনার সাইদ আজমল।

গত বছরের সেপ্টেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন আজমল।

তবে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের প্রাথমিক তালিকায় তাকে রাখা হলেও, তিনি নিজ থেকেই সড়ে দাড়ান। এদিকে আজমল যদি বোলিং টেস্টে উত্তীর্ণ না হতে পারেন তাহলে তিনি ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন।

আজমল পাকিস্থানের হয়ে এখন পর্যন্ত ১১১টি একদিনের ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৪.১৩ ইকনোমিতে ১৮৩টি উইকেট নিয়েছেন। ২০০৮ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া এ স্পিনার সর্বশেষ গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।