ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ও’ব্রায়েনের ব্যাটে আয়ারল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
ও’ব্রায়েনের ব্যাটে আয়ারল্যান্ডের জয় নায়াল ও’ব্রায়েন

ঢাকা: দুবাইয়ে অনুষ্ঠেয় তৃদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে তিন উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। নায়াল ও’ব্রায়েনের অপরাজিত ৮০ রানের উপর ভর করে ২১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা।



টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ে পাঠান আইরিশ অধিনায়ক উইলিয়ান পোর্টারফিল্ড। ব্যাটিংয়ে নেমে দলীয় সতের রানের মাথায় প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়ে গেলে চাপে পড়ে স্কটিশরা। পরে চার নম্বরে ব্যাট করতে নামা ম্যাট মাচানের ৮৬ রানের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে নয় উইকেটে ২১৬ রান তোলে স্কটল্যান্ড।

আইরিশ বোলারদের মধ্যে তিনটি উইকেট লাভ করেন ক্রেইগ ইয়াং। দু’টি করে উইকেট পান জন মুনি ও অ্যালেক্স কুস্যাক।

২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা না খুলতেই প্যাভিলিওনে ফেরেন দলীয় অধিনায়ক পোর্টারফিল্ড। এরপর আরো দুই ব্যাটসম্যান পল স্টারলিং (২৮) ও এড জয়েস (৫) আউট হয়ে গেলে দলের হাল ধরেন ও’ব্রায়েন। তার হার না মানা ৮০ রানের ইনিংসের কল্যাণে জয়ের বন্দরে পোঁছে যায় আইরিশরা।

স্কটিশ বোলারদের মধ্যে তিনটি উইকেট লাভ করেন ইয়ান ওয়ার্ডলো।

আগামীকাল সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও স্কটল্যান্ড।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘন্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।