ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার রানেই অলআউট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
চার রানেই অলআউট!

ঢাকা: মাত্র চার রানে অলআউট হয়েছে একটি ক্রিকেট দল। স্কুল ক্রিকেটের এ দলটি ভারতের মুম্বাইয়ের।

প্রথম ইনিংসে ৫৬ রানে অলআউট হওয়ার পর তারা দ্বিতীয় ইনিংস মাত্র ৪ রানে অলআউট হয়ে যায়।

মুম্বাইয়ের স্কুল ক্রিকেটের এ দলটির নাম রাজহানস বিদ্যালয়। আর তাদের চার রানে অলআউট করে দেওয়া দলটি হলো ইয়াশোধাম হাই স্কুল।

এ দুটি স্কুলের মধ্যকার প্লেট গ্রুপ ফাইনালের খেলায় রাজহানস বিদ্যালয়ের নয়জন ব্যাটসম্যানই সাজঘরে ফিরেছেন শূন্য রানে। মাত্র একজন করেছেন দুই রান। আর বাকি দুটি রান এসেছে লেগ-বাইয়ের কল্যাণে।

এ ম্যাচে ইয়াশোধাম হাই স্কুলের হয়ে ৬টি উইকেট দখল করেন গৌরাঙ্গ চৌহার আর ৪টি উইকেট পান রায়ান থমাস।

প্রথম ইনিংসে ইয়াশোধাম হাই স্কুল করে ২৪৭ রান। ফলে, ম্যাচে এক ইনিংস ও ১৮৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় দলটি। প্রথম ইনিংসে গৌরাঙ্গ করেন ইনিংস সর্বোচ্চ ৮৫ রান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।