ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে খেলবেন আজমল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
বিশ্বকাপে খেলবেন আজমল! ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)সিদ্ধান্ত নিয়েছে, ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের চূড়ান্ত ১৫ সদস্যের দলে স্পিনার সাঈদ আজমলকে রাখবে।

আইসিসির এক মুখপাত্র জিও নিউজের সাক্ষৎকারে জানান, আজমল যদি বিশ্বকাপের আগে খেলার ছাড়পত্র পায় তবে সে টূর্ণামেন্টে অংশগ্রহন করতে পারবে।

আর সে যদি ছাড়পত্র না পায় তাহলে সময় শেষ হয়ে গেলেও পাকিস্তান তার পরিবর্তে অন্য কাউকে দলে নিতে পারবে।

গত ৯ সেপ্টেম্বর অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেদ্ধাজ্ঞা পান আজমল। এর আগে সংযুক্ত ‍আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং করার সময় আম্প‍ায়ারদের সন্দেহের তালিকায় পড়েন তিনি।

এদিকে আজমলও বিশ্বকাপে দলে ফিরতে আশাবাদি। কারণ সম্প্রতি লাহোরে কেনিয়া জাতীয় দলের বিপক্ষে আনঅফিসিয়াল ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের হয়ে খেলেছিলেন তিনি। আর পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ছয় ওভার বোলিং করে ২৩ রানের বিনিময় একটি উইকেটও পান এ পাক বোলোর।   

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।