ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ.আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
দ.আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ  ব্যাটসম্যান ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ  ব্যাটসম্যান হিসেবে টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিমবা বাভুমা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বক্সিং ডে টেস্ট(দ্বিতীয় টেস্ট) সেন্ট জর্জ পার্কে কুইন্টন ডি ককের ইনজুরির কারণে দলে ডাক পেয়েছেন তিমবা।

তিন ম্যাচ টেস্ট সিরিজে ইতিমধ্যে প্রোটিয়ারা ১-০ তে এগিয়ে রয়েছে।

দ.আফ্রিকায় ৮০ শতাংশ মানুষ কৃষ্ণাঙ্গ  হওয়া সত্বেও, ১৯৯১ দেশটির পুনর্গঠনের পর মাত্র পাঁচজন কৃষ্ণাঙ্গ  ক্রিকেটার দেশটিতে খেলেছে। তবে এ পাঁচজনই ছিলেন বোলার।

আর এ বোলারের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ২০০৯ সালে অবসর নেয়া মাখায়া এনটিনি। যিনি ১০১ টি টেস্ট খেলে ৩৯০টি উইকেট নিয়েছিলেন। এছাড়া অন্য বোলারা হলেন, মন্দে জন্দিকি, এমফুনেকো এনগাম, লোনলোব সোতসবে ও উইকেটকিপার থামি সোলেকিল মাঙ্গাদ।   

সম্প্রতি আফ্রিকা ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ বিপক্ষে ১৬২ রান করার পর নির্বাচকদের নজরে পড়েন তিমবা।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।