ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপার লড়াই শুরু বুধবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপার লড়াই শুরু বুধবার

ঢাকা: দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার লড়াই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব শুরু হচ্ছে বুধবার থেকে। পয়েন্ট তালিকার শীর্ষ থাকা ছয়টি দল এ পর্বে শিরোপার জন্যে লড়াই করবে।



শীর্ষ ছয় দল হলো- আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক, কলাবাগান ক্রিকেট একাডেমি, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বুধবার ফতুল্লা স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আবাহনীর মুখোমুখি হবে  চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব।

অন্যদিকে বিকেএসপিতে পঞ্চম স্থানে থাকা সাকিব আল হাসানের লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট তালিকার দুই নম্বর দল মাহমুদুল্লাহ রিয়াদের প্রাইম ব্যাংক।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় স্থানে থাকা কলাবাগান ক্রিকেট একাডেমি খেলবে চতুর্থ স্থানে থাকা প্রাইম দোলেশ্বরের বিপক্ষে।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, শিরোপা লড়াইটা মূলত প্রাইম ব্যাংক এবং আবাহনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে সাকিব আল হাসানের লিজেন্ডস অব রূপগঞ্জ কিংবা মুশফিকুর রহিমের প্রাইম দোলেশ্বরও পাল্টে দিতে পারে সমীকরণ।

অন্যদিকে লিগ শিরোপা ঘরে তুলতে হলে মাশরাফির মোহামেডানের টানা জয় ছাড়া বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।