ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একদিনের জন্য হলেও দলে ফিরব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
একদিনের জন্য হলেও দলে ফিরব মোহাম্মদ আশরাফুল

ঢাকা: সময়টা বেলা একটার কাছাকাছি, মিরপুরের হোম অব ক্রিকেটে চলছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ব্রাদার্স ইউনিয়ন এবং ওল্ড ডিওএইচএসের মধ্যকার ম্যাচ। হঠাৎ দেখা গেল ছোটখাটো গড়নের একজন বিসিবির করিডোর ধরে হেঁটে যাচ্ছেন।

একটু কাছেই যেতেই পরিষ্কার হলো তিনি আর কেউ নন, বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

বিসিবিতে এসেছিলেন মামলার বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে। সেই ফাঁকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বললেন টেস্ট ক্রিকেটের সবচেয়ে কম বয়সী এই সেঞ্চুরিয়ান।

বিপিএলের স্পটফিক্সিংয়ে জড়িত থাকার জন্য চলতি বছরের জুলাই মাসে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। পরে তিনবছর শাস্তি কমানো হয়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ওয়ান্ডার বয় স্বপ্ন দেখছেন সাজা কাটিয়ে মাঠে ফেরার। আশরাফুল লাইফ লাইন হিসেবে মানছেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সাজা কমিয়ে আনার রায়টিকে, ‘প্রথমে ট্রাইব্যুনালের রেজাল্ট ৮ বছর ছিল এরপর আপিলে ৩ বছর শাস্তি কমেছে। এখনও যেহেতু মামলাটা শেষ হয়নি, জানি না শেষ পর্যন্ত কি হবে? তারপরও আমি প্রস্তুত যখনই সুযোগ পাব আবার ক্রিকেট মাঠে ফিরে আসব। ’

আশরাফুল মাঠে ফিরতে যে স্বপ্ন বুনছেন তার প্রমাণ হলো তিনি এখনও নিয়মিত ট্রেনিং করছেন তিনি।

আশরাফুলের আশা কতটুকু বাস্তবসম্মত এমন প্রশ্নের জবাবে শুরুতে বেশ কিছু যদির ব্যবহার থাকলেও পরে সমীকরণ দিয়ে বুঝিয়ে দিলেন তার স্বপ্নটা শুধুই কল্পনাবিলাস নয়, রয়েছে বাস্তব ভিত্তি। আশরাফুলের জবানিতেই শুনুন, ‘যদি আমি ফিট থাকি, সুস্থ থাকি আমার বিশ্বাস ফিরে আসতে পারব। একজন ব্যাটসম্যান সহজে ৩৮-৪০ বছর পর্যন্ত খেলতে পারে। এখন আমার বয়স ৩০। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির রায় অনুসারে ২০১৬ থেকে খেলতে পারব, তখন আমার বয়স হবে ৩২। এরপরও আমার হাতে থাকছে  আট বছর, আশা করি ফিরতে পারব। ’

ক্রিকেট মাঠে না হয় ফিরলেন কিন্তু তাকে কি আবারো দেখা যাবে লাল সবুজ জার্সি গায়ে বোলারদের শাসন করতে? এই প্রশ্ন শুনেই আশরাফুলের চোখ যেন স্বপ্নাতুর হয়ে উঠল, বললেন, ‘স্বপ্নতো দেখি অবশ্যই। যদিও কঠিন কিন্তু অসম্ভব নয়। প্রথমে আমি ক্রিকেট খেলতে চাই।   সবাই যেখানে জাতীয় দলে খেলতে পারেন না সেখানে আমি ১৩ বছর খেলেছি। এরপরও যদি ক্রিকেট মাঠে ফিরতে পারি, বাংলাদেশ দলে একদিনের জন্যে হলেও খেলব। ’

হ্যাঁ, মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের হয়ে তার শেষ টেস্টে খেলেছিলেন ১৯০ রানের অসাধারণ ইনিংস। সেই ইনিংস দিয়ে খারাপ সময় পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু এরপর ওঠা ঝড়ে এলোমেলো সব। সেই অতৃপ্তি মেটাতেই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় আশরাফুলকে যদি আবারো মাঠে দেখা যায় তাহলে অবাক হবেন না।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।