ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড ও দ.আফ্রিকার প্রাথমিক স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
ইংল্যান্ড ও দ.আফ্রিকার প্রাথমিক স্কোয়াড ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এবং দ.আফ্রিকা।

ইংলিশ দলে মূলত অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হয়েছে।

৩০ জনের মধ্যে নয়জন আছেন যারা ২০১১ বিশ্বকাপে খেলেছিলেন। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও টিম ব্রেসনানের মতো অভিজ্ঞ বোলারদের এ স্কোয়াডে রাখা হয়েছে।

ইংল্যান্ড প্রাথমিক স্কোয়াড: অ্যালিস্টার কুক, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোনাথন বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, জ্যাক ব্রুকস, জস বাটলার, স্টিভেন ফিন, হ্যারি গারনি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ক্রেইগ কিসওয়েটার, এউইন মরগান, স্টিফেন প্যারি, সামিট প্যাটেল, লিয়াম প্লাঙ্কেট, বইড রেনকিন, আদিল রশীদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস টেইলর, জেমস ট্রেডওয়েল, জেমস ভিনসি, ক্রিস উকস ও লুক রাইট।

এদিকে দ.আফ্রিকাও তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। ৩০ জনের দল নির্বাচনে প্রোটিয়া নির্বাচকরা কোন চমক দেখাননি। নিয়মিত ক্রিকেটারদেরই গুরুত্ব দেয়া হয়েছে।

দ.আফ্রিকা প্রাথমিক স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, কাইল অ্যাবট, ফারহান বেহারদিয়ান, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লেঙ্গ, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, বুরেন হেন্ডরিকস, রিজা হেন্ডরিকস, ইমরান তাহির, রোরি ক্লেইনবেল্ট, রায়ান ম্যাকক্লারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, জাসটিং অনটঙ্গ, ওয়েইন পারনেল, রবিন পিটারসন, অ্যারন পাঙ্গিসো, ভারনন ফিল্যান্ডার, অ্যান্ড্রিউ পুট্টিক, কাগিসো রাবাডা, রিলি রোসোউ, মথোকোজিসি সেজি, ডেল স্টেইন, লোনোবো তোতসোবে, মরনে ভান উইক ও ডেভিড উইসি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘন্টা, ০৭ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।