ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নওগাঁয় বিসিবি পরিচালক সাইফুল আলমকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
নওগাঁয় বিসিবি পরিচালক সাইফুল আলমকে সংবর্ধনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)।

শনিবার দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার চিশতী কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়।



অনুষ্ঠানে বিসিবি পরিচালক স্বপন বলেন, আগামীতে সারাদেশে ভাল মানের ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে বিসিবির নিজস্ব স্টেডিয়াম ও আম্পায়ার নিয়োগের পরিকল্পনা রয়েছে বিসিবির।
 

নওগাঁয় একাধিক ক্রিকেট ম্যাচের আয়োজন করতে বিসিবির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. নজরুল ইসলাম। এতে  সভাপতিত্ব করেন নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, পৌর মেয়র নজমূল হক সনি, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ক্রিকেট ক্রীড়মোদী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।