ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্লার্কের জন্যে অপেক্ষা আরো দুদিন

স্পোর্টসডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
ক্লার্কের জন্যে অপেক্ষা আরো দুদিন মাইকেল ক্লার্ক

ঢাকা: ভারতের বিপক্ষে  ৪ ডিসেম্বর  ব্রিসবেনে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সবধরনের অনুশীলন থেকে নিজেকে বিরত রেখেছেন এই অজি অধিনায়ক।

তবে অজি নির্বাচকরা  জানিয়েছে ক্লার্কের ইনজুরির সর্বশেষ জানতে তারা বুধবার পর্যন্ত অপেক্ষা করবেন।

অস্ট্রেলিয়ার নির্বাচক রডনি মার্শ জানান, ‘ আমরা বুধবার পর্যন্ত দেখব , এই দুই দিনের মধ্যেই তাকে সুস্থ হয়ে উঠতে হবে। বুধবার তার  অনুশীলনে ফেরার কথা রয়েছে এবং ফিটনেস টেস্টে তাকে উত্তীর্ন হতে হবে। ’

এই নির্বাচক আরো বলেন, ‘যদি সেদিন সে দৌড়াতে না পারে তাহলে ভারতের বিপক্ষে তার প্রথম টেস্ট খেলা হচ্ছে না এটা নিশ্চিত হয়ে যাবে। ’

মাইকেল ক্লার্ককে দলে রেখেই  অস্ট্রলিয়া প্রথম টেস্টের জন্যে দল ঘোষণা করেছে।  

তবে এর আগে অস্ট্রেলিয়ার ফিজিও আলেক্স কন্টোরিয়াস জানিয়েছিলেন  ক্লার্কের ইনজুরি নিয়ে ঝুঁকি নিতে ইচ্ছুক নয় টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সময় ১৩৪৮ ঘন্টা, ২৪ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।