ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ওয়ানডেতে বাদ আল আমিন

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
তৃতীয় ওয়ানডেতে বাদ আল আমিন

ঢাকা: বসুন্ধরা সিমেন্ট  পাঁচ ম্যাচের ওয়ানডে  সিরিজের তৃতীয় ম্যাচের জন্যে দল ঘোষণা করেছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   তৃতীয় ওয়ানডেতে দলে নেই পেসার  আল আমিন।

বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ –জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ ২৬ ডিসেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হবে। এছাড়া সিরিজের ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বর শেষ দুটো ম্যাচও একই ভেন্যুতে হবে।

একমাত্র পেসার আল আমিনকে বাদ দেওয়া ছাড়া দলে আর কোন পরিবর্তন আসেনি।   সিরেজে  প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে ২-০ তে লিড নিয়েছে টাইগাররা।

বাংলাদেশ স্কোয়াড:  মাশরাফি বিন মুর্তজা(অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক),  তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদ্দলাহ রিয়াদ, সাব্বির রহমান, রুবেল হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সফিউল ইসলাম।

বাংলাদেশ সময় ১১৫৪ ঘন্টা, ২৪ নভেম্বর ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।