ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্রাভোর পরিবর্তে ক্যারিবীয়ান দলে আসাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
ব্রাভোর পরিবর্তে ক্যারিবীয়ান দলে আসাদ ছবি: সংগৃহীত

ঢাকা: ড্যারেন ব্রাভো দক্ষিন আফ্রিকা সফর থেকে সরে দাড়াঁনোয় তার স্থলাভিষিক্ত হলেন অলরাউন্ডার আসাদ ফুদাদিন। আগামী মাসেই প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।



এদিকে কয়েকদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দ.আফ্রিকা সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয় ব্রাভো। তিনিই একমাত্র ক্রিকেটার যে কিনা ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচিত ১৫ সদস্য থেকে সরে দাঁড়িয়েছেন। তখনই তারা ব্রাভোর যায়গায় অন্য কাউকে দলে আনার ঘোষনা দেয়।

তারই ধারাবাহিকতায় টেস্ট দলে সুযোগ পায় ২৯ বছর বয়সী আসাদ। তিনি মূলত একজন বাঁহাতি ব্যাটসম্যান। সে সঙ্গে মিডিয়াম ফাস্ট বোলিং করে থাকেন। তাই তাকে অল রাউন্ডারই বলা যায়। এর আগে তিনি জাতীয় দলের হয়ে মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছিলেন।

তবে জাতীয় দলের হয়ে এখনো ওডিআই দলে খেলার সুযোগ হয়নি আসাদের। যদিও ওয়েস্টইন্ডিজের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘন্টা, ২২ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।