ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ষষ্ঠ সেঞ্চুরি

স্পোর্টসডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
সাকিবের ষষ্ঠ সেঞ্চুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাকিব আল হাসান তার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন। বসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের  প্রথম ওয়ানডেতে দলের বিপদের সময় হাল ধরেন  বিশ্বসেরা এই অলরাউন্ডার।



১০ চারে ৯৫  বলে এই সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ১০১ রানে করে আউট হন তিনি।

 বাংলাদেশের হয়ে ওয়ানডেতে  সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটাও তার। চারটি সেঞ্চুরি রয়েছে তামিম ইকবাল  ও শাহরিয়ার নাফিসের। এছাড়া মোহাম্মদ আশরাফুলের রয়েছে তিনটি সেঞ্চুরি।

বাংলাদেশ সময় ১৬৫৬ ঘন্টা, ২১ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।