ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিএল সহায়ক’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪
‘শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিএল সহায়ক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

ঢাকা: ২৭ জানুয়ারি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বড় দলটিকে মোকাবিলা করার আগে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুটি রাউন্ড খেলবে মুশফিক-সাকিবরা।

আর এই টুর্নামেন্টকে সিরিজটির জন্য সহায়ক মানছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ। ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে দুই রাউন্ড শেষ হবে ২১ জানুয়ারি।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রথম আসরের ওয়ালটন সেন্ট্রাল জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। ফ্রাঞ্চাইজি না পাওয়ায় এবারও নর্থ জোনের পৃষ্ঠপোষকতা করছে বিসিবি।

জাতীয় দলের ক্যাম্প সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বুধবার বিসিবি ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলনের মাঝে কথা বললেন মাহমুদউল্লাহ,‘আশা করি সব ধরনের শঙ্কা কাটিয়ে শ্রীলঙ্কা আসবে। এর আগে দুটি ম্যাচ খেলতে পারব। আমাদের জন্য বিশেষ সুবিধার হবে। ক্রিকেটারদের জন্যেও ভালো। কারণ ম্যাচ খেলার চেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারে না। ’

জাতীয় দলের ক্রিকেটাররা সর্বশেষ ম্যাচ খেলেছে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে। নতুন বছরে আর ব্যাট-বল হাতে নেওয়া হয়নি। এতে করে সমস্যা নেই জানালেন বাংলাদেশি অলরাউন্ডার,‘এরমধ্যেই আমরা যার যার মতো ব্যক্তিগতভাবে কাজ করছি। আশা করছি কোনও সমস্যা হবে না। আমরা খেলার মধ্যেই আছি। বিসিএলে দু’টা ম্যাচ খেলার সুযোগ পাব। আশা করি ভালো কিছুই হবে। ’

রাজনৈতিক অস্থিরতা থাকলেও এশিয়া কাপ ভালোভাবে শেষ হবে বিশ্বাস মাহমুদউল্লাহর,‘রাজনৈতিক অস্থিরতা আছে। আশা করি এটার তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এশিয়া কাপ বড় একটি টুর্নামেন্ট। আমরা আবারও আয়োজন করব। এটা ভালো একটা সুযোগ- আমাদের ক্রিকেট ভক্তদের জন্যে, আমাদের জন্যও। এই মুহূর্তে আমরা চিন্তা করছি শুধুমাত্র শ্রীলংকা সিরিজ নিয়ে। ওভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সবাই আমরা কঠোর পরিশ্রম করছি। ’

শ্রীলঙ্কার বিপক্ষে পেসারদের গুরুত্ব দিচ্ছেন তিনি,‘চোট কাটিয়ে আবারও মাশরাফি ভাই ফিরেছেন। তিনি থাকলে আমাদের জন্য অবশ্যই অনেক ভালো। উনি অনেক অভিজ্ঞ। তার সঙ্গে রুবেল ও সোহাগ আছে। শ্রীলঙ্কা সিরিজে পেসারদের উইকেট পাওয়া জরুরী। কারণ সবাই জানে স্পিন‍াররা আমাদের মূল শক্তি। ’

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ৮ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।