ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিজয় দিবস টি-টোয়েন্টি ফাইনালে সাকিবরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
বিজয় দিবস টি-টোয়েন্টি ফাইনালে সাকিবরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর: বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডকে ১৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। চতুর্থ জয়ে আট পয়েন্ট তাদের।

সমান ছয় পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ের টিকিট পেতে বিকেলে মুখোমুখি হবে ইউসিবি বিসিবি একাদশ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ১৭৫/৬ (২০ ওভার)
আবাহনী লিমিটেড: ১৫৯/৫ (২০ ওভার)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জয়ী ১৬ রানে

টস জিতে মাহমুদউল্লাহর আবাহনী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। দলীয় ৬৩ রানে দুই উইকেট হারায় প্রাইম ব্যাংক। সাকিব ১৯ বলে তিন চার ও এক ছয়ে ২৫ রানে আউট হন। ওপেনার লিটন কুমার সাজঘরে ফেরেন ৩ রানে।

এরপর সাব্বির রুম্মানকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন এনামুল হক। জাতীয় দলের এই তারকার ব্যাটেই বড় সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক। ৪৩ বলে পাঁচ চার ও তিন ছয়ে ইনিংস সেরা ৬৯ রান করেন প্রাইম ব্যাংকের এই ওপেনার।

সাব্বিরের ২৬ ও সৈকত আলীর ১৫ রান শেষদিকে উল্লেখযোগ্য অবদান রাখে।

আবাহনীর পক্ষে দুটি করে উইকেট নেন নাবিল সামাদ ও মাহমদ‌উল্লাহ।

লক্ষ্যে নেমে ৯১ রানে পাঁচ উইকেট হারিয়ে লাইনচ্যুত হয় আবাহনী। শেষদিকে নাজমুল মিলন ও সোহরাওয়ার্দী শুভ অপরাজিত ৬৮ রানের জুটি গড়লেও দল জয় থেকে বেশ দূরে ছিল। নাজমুল ৪৬ ও সোহরাওয়ার্দী ৩৫ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ২০ রান করেন মাহমুদউল্লাহ।

প্রাইম ব্যাংকের পক্ষে একটি করে উইকেট পান সাকিব, সোহাগ গাজী, তাইজুল ইসলাম ও সাব্বির।

৩১ ডিসেম্বর মিরপুরের একই ভেন্যুতে ফাইনাল হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।