ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড থেকে ব্রাভোর বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
নিউজিল্যান্ড থেকে ব্রাভোর বিদায় ড্যারেন ব্রাভো

অকল্যান্ড: ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে থেকে রোববার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ক্যারিবীয়রা।



নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল পারফর্মার ব্রাভো শনিবার ত্রিনিদাদের উদ্দেশে অকল্যান্ড ছেড়েছেন। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে।

তিন ম্যাচের টেস্ট সিরিজে দলের হয়ে সর্বোচ্চ ২৬২ রান করেছেন ব্রাভো। ডানেডিনে প্রথম টেস্টে তার দ্বিশতকে ইনিংস পরাজয় এড়িয়ে ড্রয়ের মুখ দেখে উইন্ডিজরা। অকল্যান্ডে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ১২ রান করেন এই বাঁহাতি।

ব্রাভোর স্থলাভিষিক্ত হিসেবে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। ১৪ জন নিয়েই বাকি চারটি ম্যাচ খেলবে তারা। এর আগে কব্জির চোট নিয়ে দেশে ফিরে যান মারলন স্যামুয়েলস।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।