ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আত্মবিশ্বাস নিয়ে দুবাই যাচ্ছে মেহেদীরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
আত্মবিশ্বাস নিয়ে দুবাই যাচ্ছে মেহেদীরা

ঢাকা: এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট থেকে ভালো প্রাপ্তি নিয়ে ফিরতে আত্মবিশ্বাসী লাল-সবুজ দল।

বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ অর্জন তাদের আত্মবিশ্বাস অক্ষুণ্ন রেখেছে।

আটটি দল নিয়ে হচ্ছে এশীয় লড়াই। বাংলাদেশের সঙ্গে বি গ্রুপে আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। প্রথমবারের মতো এশিয়া কাপে নেতৃত্ব দিতে যাওয়া মেহেদী শিরোপা জেতার আশা নিয়ে খেলতে যাচ্ছেন,‘আমি এবার প্রথমবার এশিয়া কাপ খেলতে যাচ্ছি। টুর্নামেন্ট নিয়ে এই দলের বেশি খেলোয়াড়ই অনভিজ্ঞ। কয়েকজন অবশ্য গত আসরে ছিল। অধিনায়ক হিসেবে আমার একটাই চাওয়া, শিরোপা জেতার জন্যই খেলব। কারণ বাংলাদেশ এখন আরও পরিণত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা ভালো খেলে জিতেছিলাম। ’

জাতীয় দল ও এ দলের সঙ্গে যৌথভাবে ম্যাচ খেলার কারণে প্রস্তুতিটা ভালো মনে করছেন তরুণ দলের অধিনায়ক। তবে সম্প্রতি ক্যারিবীয়দের সঙ্গে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ না হওয়ায় আক্ষেপ তার,‘আসলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলতে পারলে আমাদের ভালো হতো। আত্মবিশ্বাস আরও উচুতে থাকত। খেলোয়াড়রা পারফর্ম করার সুযোগ পেত। আর প্রথম ম্যাচটাও আমরা জিতেছিলাম। সিরিজ পুরো না হওয়াটা দুর্ভাগ্যজনক। তারপরও বলব যেই ঘাটতি ছিল এখন সেটা পূর্ণ হয়েছে। কারণ আমরা জাতীয় দল ও এ দলের সঙ্গে খেলেছি। এটা এশিয়া কাপে কাজে দেবে। ’

সমন্বিত পারফরমেন্স ভালোভাবে হলে যে কোনো প্রতিপক্ষকে সামাল দেওয়ার আত্মবিশ্বাস মেহেদীর,‘ব্যাটসম্যান-বোলাররা যদি ভালো কিছু করে তবে যে কোনো দলকেই আমরা মোকাবিলা করতে পারব। ’

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।