ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা

ঢাকা: এশিয়া কাপ খেলতে বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্টের জন্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

২৮ ডিসেম্বর থেকে শুরু হবে এই লড়াই।

বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও আফগানিস্তান। ২৮ ডিসেম্বর নিজেদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করবে মালয়েশিয়ার তরুণদের। পরদিন তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথম দুই ম্যাচ হবে আবুধাবিতে। বছরের শেষদিন ৩১ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে লড়তে হবে শ্রীলঙ্কাকে, ভেন্যু অনির্ধারিত। টুর্নামেন্টের ফাইনাল হবে ৪ জানুয়ারি।

অন্য গ্রুপ এ’তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ জসিমউদ্দিন (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন, ইয়সির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন, সাঈদ সরকার, জয়রাজ শেখ, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, নিহাদ-উজ-জামান, জুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস ও প্রসিনজিৎ দাস।

ম্যানেজমেন্টে: রিচার্ড ম্যাকিন্স (প্রধান কোচ), জাফরুল এহসান (সহকারী কোচ), বায়জেদুল ইসলাম (ফিজিও), তুষার কান্তি হাওলাদার (ট্রেইনার) ও মো: সালাউদ্দিন (এ্নালিস্ট)।

স্ট্যান্ড বাই: জাকির হাসান, সিফাত ইসলাম, নাহিদ হাসান, মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ সুজন।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।